প্রকাশিত : ৪ নভেম্বর, ২০২০ ১৫:৪৮

যুক্তরাষ্ট্র বিস্ফোরক পরিস্থিতির মুখোমুখি: জার্মানির মন্ত্রী

অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্র বিস্ফোরক পরিস্থিতির মুখোমুখি: জার্মানির মন্ত্রী

যুক্তরাষ্ট্র বর্তমানে এক বিস্ফোরক পরিস্থিতির মুখোমুখি বলে মন্তব্য করেছেন জার্মানির প্রতিরক্ষামন্ত্রী আন্নেগ্রেট ক্রাম্প-কারেনবাউর।

বুধবার তিনি যখন এমন মন্তব্য করেন, তখন ভোট গণনা শেষ হওয়ার আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে বিজয়ী বলে ঘোষণা করেন।

দেশটির সম্ভাব্য ব্যবস্থাগত সংকটের হুশিয়ারি দিয়ে তিনি বলেন, ট্রাম্প যুক্তরাষ্ট্রে সাংবিধানিক সংকট সৃষ্টি করতে পারেন।

এদিকে ভোট গণনা বন্ধ করতে সুপ্রিমকোর্টে যাবেন বলে মন্তব্য করেছেন ট্রাম্প। সম্প্রচারক জেডিএফকে তিনি বলেন, ভোট গণনা এখনো চলছে। কাজেই নির্বাচনে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্তে আসা যাচ্ছে না।

উপরে