প্রকাশিত : ৫ নভেম্বর, ২০২০ ১৩:৩২

ওবামার রেকর্ডও ব্রেক করলেন বাইডেন

অনলাইন ডেস্ক
ওবামার রেকর্ডও ব্রেক করলেন বাইডেন

ভোটাভোটিতে রেকর্ডই গড়লেন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। নিজ দলের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকেও ছাড়িয়ে গেলেন লড়াইয়ে।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুর আড়াইটা পর্যন্ত গাধা মার্কায় ভোট পড়ে সাত কোটির বেশি। যুক্তরাষ্ট্রের সিএসবি নিউজের এক রিপোর্টে বলা হয়েছে, প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পথে অনেক দূর এগিয়ে গেছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।

যুক্তরাষ্ট্রের সময় বেলা ১টা পর্যন্ত বাইডেন পেয়েছেন, ৭ কোটি ৪ লাখ ২০ হাজার ২০৭ ভোট। এটি প্রদত্ত ভোটের ৫০ দশমিক ৩ শতাংশ।

২০০৮ সালে বারাক ওবামা পেয়েছিলেন ৬ কোটি ৯৪ লাখ ৯৮ হাজার ৫১৬ ভোট। সেটি ছিল যুক্তরাষ্ট্রের ইতিহাসে তখন পর্যন্ত কোনো প্রেসিডেন্টের পাওয়া সর্বোচ্চ ভোট।

আর এবারের নির্বাচনে এ পর্যন্ত রিপাবলিকান প্রার্থী ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ৬ কোটি ২ লাখ ৮০ হাজার ৯৩৬ ভোট। তিনি পেয়েছেন মোট ভোটের ৪৮ শতাংশ ভোট। এখনও কয়েক লাখ ভোট গোনা বাকি।

উপরে