প্রকাশিত : ৭ নভেম্বর, ২০২০ ১৪:১২

অ্যারিজোনায় বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন ট্রাম্প সমর্থকরা

অনলাইন ডেস্ক
অ্যারিজোনায় বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন ট্রাম্প সমর্থকরা

অ্যারিজোনার রাজধানীতে ভোটকেন্দ্রের বাইরে বিক্ষোভের তৃতীয় দিন পার করছেন ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা। সেখানে এখন পর্যন্ত ভোটে এগিয়ে আছেন জো বাইডেন।

জানা গেছে, অ্যারিজোনায় ৯৬ দশমিক ৩৭ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে। তার মধ্যে ৪৯.৭২ শতাংশ ভোট পেয়েছেন জো বাইডেন। ডোনাল্ড ট্রাম্প সেখানে পেয়েছেন ৪৮.৮ শতাংশ ভোট।

স্থানীয় সময় শুক্রবার রাতে মারিকোপা কাউন্টি নির্বাচন কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, এখনো ৭২ হাজার আগাম ভোট গণনার অপেক্ষায় রয়েছে। ১৫ হাজার ভোট গণনা করে দেখতে হবে এবং আরও পাঁচ হাজার আগাম ভোট যাচাইয়ের অপেক্ষায় রয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়, মারিকোপা কাউন্টিতে এবার রেকর্ড সংখ্যক ভোট পড়েছে। আগের তুলনায় অনেক কম সময়ে ভোট গণনা শেষ করার ব্যাপারে নির্বাচন কর্তৃপক্ষ যথেষ্ট তৎপর রয়েছে।

এদিকে বিক্ষোভকারীদের অভিযোগ, ট্রাম্পের কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেওয়ার জন্যই ধীর গতিতে ভোট গণনা চলছে। ট্রাম্প নিজেও কোনো প্রমাণ ছাড়াই একই ধরনের অভিযোগ করেছেন।

সূত্র : আল-জাজিরা

উপরে