প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২০ ১৪:০৯

আলাস্কায় ৩ ভোট পেলেন ট্রাম্প

অনলাইন ডেস্ক
আলাস্কায় ৩ ভোট পেলেন ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের এক সপ্তাহ পর আলাস্কায় ফলাফল ঘোষণা করা হয়েছে। ওই অঙ্গরাজ্যে ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা তিনটি। আর এতে জয় পেয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও প্রেসিডেন্ট হিসেবে আগেই জয় নিশ্চিত করেছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা এপি সূত্রে এসব তথ্য জানা গেছে।

ইতোমধ্যে আলাস্কায় ৭৫ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে। এর মধ্যে ট্রাম্প পেয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৬২৪ ভোট। আর ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন পেয়েছেন ১ লাখ দুই হাজার ৮০ ভোট।

মূলত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে মোট ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে অন্তত ২৭০টি নিশ্চিত করতে হয়। এবারের নির্বাচনে বাইডেন ২৯০টি ইলেকটোরাল কলেজ ভোট নিশ্চিত করতে সক্ষম হন। আর আলাস্কায় বিজয়ের মধ্য দিয়ে ট্রাম্পের ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা ২১৭টি।

এছাড়া মোট পপুলার ভোটের মধ্যে বাইডেন পেয়েছেন ৭৬.৩ মিলিয়ন বা ৫০ দশমিক ৭ শতাংশ। আর ট্রাম্প পেয়েছেন ৭১.৬ মিলিয়ন বা ৪৭ দশমিক ৬ শতাংশ ভোট।

উল্লেখ্য, হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের ২০ জানুয়ারি। যদিও যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের জয়ী হওয়ার বিষয়টি মানতে নারাজ তিনি। ইতোমধ্যে নির্বাচনে ব্যাপক ভোট কারচুপির অভিযোগ তুলে আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ট্রাম্প।

উপরে