কুয়েতে চলছে সংসদ নির্বাচন

করোনা মহামারি ও তীব্র অর্থনৈতিক মন্দার মধ্যে কুয়েতে সংসদ নির্বাচন চলছে। আজ শনিবার স্থানীয় সময় সকাল আটটা থেকে নির্বাচন কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। শেখ নাওয়াল বিন আল আগমদ আল সাবাহ কুয়েতের নতুন আমির হওয়ার পর এটিই প্রথম জাতীয় পরিষদের নির্বাচন।
প্রতি চার বছর অন্তর সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তেল সমৃদ্ধ উপসাগরীয় দেশগুলো লোকসান কুয়েতকে তীব্র সংকটের মুখে ফেলে দেয়। করোনা সানাক্তের হার বৃদ্ধি পেলেও এরই মধ্যে জাতীয় নির্বাচনের আয়োজন করেছে দেশটি।
উপসাগরীয় দেশগুলোর মধ্যে কুয়েতের জাতীয় সংসদ সবচেয়ে শক্তিশালী। ১৯৬০ সালে এটি প্রতিষ্ঠা লাভ করে। এবারের নির্বাচনে ৫০টি আসনের জন্য তিন শতাধিক প্রার্থীর মধ্যে ২৯জন নারী প্রার্থী অংশগ্রহণ করেন।
করোনা মহামারির কারণে জাতীয় পরিষদ নির্বাচনের প্রার্থীরা ভার্চুয়াল প্রচার অভিযান পরিচালনা করেন। টুইটার, ফেসবুক, ইস্টাগ্রাম ও জুম অ্যাপ দিয়ে নিজেদের প্রচারণা চালান তাঁরা। অবশ্য করোনারোধে স্বাস্থ্যবিধি মেনে সবাইকে ভোট প্রদানে অংশগ্রহণ করতে বলা হয়। মাস্ক পরিধান, নিরাপদ দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক।
সূত্র : রয়টার্স