আর্জেন্টিনায় করোনা মোকাবিলায় ধনীদের ওপর বাড়তি কর

আর্জেন্টিনায় করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় সবচেয়ে ধনী ব্যক্তিদের ওপর বাড়তি কর আরোপ করা হয়েছে। এই অর্থ করোনার চিকিৎসা ও ত্রাণ সামগ্রীর জন্য ব্যবহার করা হবে। খবর বিবিসির।
নতুন এই করের নাম দেওয়া হয়েছে ‘মিলিয়নিয়ার ট্যাক্স’। দেশটির পার্লামেন্টে নতুন এই বিলের পক্ষে ভোট দিয়েছেন ৪২ জন। আর বিপক্ষে ছিলেন ২৬ জন।
জানা গেছে, দেশটির যেসব ব্যক্তির আর্জেন্টাইন মুদ্রায় ২০০ মিলিয়ন পেসো সমপরিমাণ সম্পত্তি রয়েছে, তাদের এই বাড়তি কর দিতে হবে। নতুন আইনের ফলে এসব ব্যক্তির দেশের অভ্যন্তরে যে সম্পদ রয়েছে তার ওপর ৩.৫০ শতাংশ এবং দেশের বাইরের সম্পদে ৫.২৫ শতাংশ কর দিতে হবে।
দেশটিরপ্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ এই করের মাধ্যমে তিনশ মিলিয়ন পেসো’র তহবিল তৈরি করতে চান। তহবিলের ২০ শতাংশ করে ব্যবহার করা হবে চিকিৎসা ও ত্রাণ সামগ্রী ক্রয়ে, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহায়তায়, শিক্ষার্থীদের বৃত্তি প্রদানে। আর ১৫ শতাংশ সামাজিক উন্নয়নে এবং বাকি ২৫ শতাংশ প্রাকৃতিক গ্যাস বিষয়ক কর্মকাণ্ডে।
উল্লেখ্য, আর্জেন্টিনায় এখন পর্যন্ত ১৫ লাখের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে প্রাণ হারিয়েছেন প্রায় ৪০ হাজার।