তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র

রাশিয়া থেকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কেনায় তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। জো বাইডেনের ক্ষমতা গ্রহণের আগেই তুরস্ক ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক আরও সংঘাতময় হয়ে উঠল।
এবিষয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, রাশিয়া এস-৪০০ নিয়ে তুরস্ক ন্যাটো জোটের নীতির পরিপন্থি কাজ করেছে এবং যা এই জোটের সদস্যদেশগুলোর জন্য হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে।
এস-৪০০ কেনার প্রথম থেকেই যুক্তরাষ্ট্র তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সিদ্ধান্তের বিরোধিতা করে করে আসছিল। তবে এরদোয়ান প্রথম থেকেই মার্কিন বিরোধিতাকে উপেক্ষা করে এসেছেন।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার ঘোষণা করেছে, তুরস্কের প্রতিরক্ষা শিল্পের লজিস্টিক ও সমরাস্ত্র খাতকে টার্গেট করে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এর আগে গত বছর ট্রাম্প প্রশাসন তুরস্ককে এফ-৩৫ জঙ্গিবিমান সরবরাহ করার সিদ্ধান্ত স্থগিত করেছিল।
যুক্তরাষ্ট্র তুর্কি প্রতিরক্ষা শিল্পের চেয়ারম্যান ইসমাইল দামির এবং এই শিল্পের আরও তিন কর্মকর্তার বিরুদ্ধেও নিষেধাজ্ঞা দিয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নিষেধাজ্ঞার আওতায় আসা তুরস্কের খাতগুলোর জন্য আমেরিকা থেকে কোনোকিছু আমদানি করা যাবে না এবং আমেরিকায় থাকা এসব খাতের সম্পদ জব্দ করা হবে।