ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় এক কোটি

সারাবিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে সাত কোটি ৫২ লাখ ৯৯ হাজার ছয়শ ২৯ জন এবং মারা গেছে ১৬ লাখ ৬৮ হাজার ছয়শ ৯১ জন।
তার মধ্যে কেবল ভারতেই করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৯৯ লাখ ৭৯ হাজার চারশ ৪৭ জন এবং মারা গেছে এক লাখ ৪৪ হাজার আটশ ২৯ জন।
ভারতে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে গেছে ৯৫ লাখ ২০ হাজার আটশ ২৭ জন। বর্তমানে সে দেশে করোনায় আক্রান্ত অবস্থায় রয়েছে তিন লাখ ১৩ হাজার সাতশ ৯১ জন। তাদের মধ্যে আট হাজার নয়শ ৪৪ জনের অবস্থা গুরুতর।
ভারতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হওয়ার হার ৯৯ শতাংশ এবং মৃত্যুর হার এক শতাংশ। অন্যদিকে বিশ্বে করোনায় সুস্থ হওয়ার হার ৯৭ শতাংশ এবং মৃত্যু তিন শতাংশ।
সূত্র: ওয়ার্ল্ডয়োমিটার