ফাইজারের টিকার পার্শ্বপ্রতিক্রিয়া তদন্ত করবে যুক্তরাষ্ট্র

এ সপ্তাহে যুক্তরাষ্ট্রে ফাইজার-বায়োএনটেকের কোভিড-১৯ টিকার নেওয়ার ফলে পাওয়া প্রায় পাঁচটি অ্যালার্জজনিত প্রতিক্রিয়া তদন্ত করছে মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। এফডিএ'র এক শীর্ষ কর্মকর্তা শুক্রবার রাতে এ কথা জানান। এ বিষয়ে ফাইজারের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।এফডিএ'র বায়োলজিক মূল্যায়ন ও গবেষণা কেন্দ্রের পরিচালক ড. পিটার মার্কস এক সংবাদ সম্মেলনে বলেন, আলাস্কাসহ একাধিক রাজ্যে অ্যালার্জিজনিত প্রতিক্রিয়া পাওয়া গেছে। খবর রয়টার্স ও এনডিটিভি।
মার্কস আরও বলেন, ফাইজারের টিকায় থাকা পলিথিলিন গ্লাইকোল (পিইজি) নামের একটি রাসায়নিক উপাদান এই প্রতিক্রিয়ার জন্য দায়ী হতে পারে। তবে পিইজি'র কারণে দেখা দেওয়া অ্যালার্জিজনিত প্রতিক্রিয়া আগের চেয়ে কিছুটা সাধারণ হতে পারে।আলাঙ্কার অভিযোগগুলো ইংল্যান্ডে গত সপ্তাহে পাওয়া দু'টি অভিযোগের অনুরূপ। যুক্তরাজ্যের মেডিকেল রেগুলেটরি বলেছে, অ্যানাফিলাক্সিসের ইতিহাস বা খাবারের ক্ষেত্রে মারাত্মক অ্যালার্জিজনিত প্রতিক্রিয়া দেখা দেয় এমন কারও ফাইজার-বায়োনেটেক টিকা নেওয়া উচিত নয়।