প্রকাশিত : ২ জানুয়ারী, ২০২১ ১৯:৩০

বসনিয়ায় কটেজ থেকে আটজনের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
বসনিয়ায় কটেজ থেকে আটজনের মরদেহ উদ্ধার

বসনিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মিউনিসিপ্যালিটি পোসুসইয়ের একটি কটেজ থেকে আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, কার্বন মনোঅক্সাইডের প্রভাবে সৃষ্ট বিষক্রিয়ার ফলে তাদের মৃত্যু হয়েছে।

পোসুসইয়ের অবস্থান বসনিয়ার রাজধানী সারায়েভো থেকে প্রায় ৯৩ মাইল উত্তর-পশ্চিমে। সেখানকার পুলিশ প্রশাসনের মুখপাত্র মার্টিনা মেডিচ জানিয়েছেন, সকাল ১০টার দিকে গ্রামবাসীর কাছ থেকে আমরা জানতে পারি একটি কটেজে কয়েকজনের মরদেহ পড়ে আছে। পরে আমরা সেখানে হাজির হই এবং মরদেহগুলো উদ্ধার করি।মার্টিনা আরও বলেন, আমরা মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। রিপোর্ট হাতে এলে তাদের মৃত্যুর কারণ সম্পর্কে সঠিক তথ্য জানাতে পারব।বসনিয়া ও ক্রোয়েশিয়ার স্থানীয় গণমাধ্যমগুলোর প্রকাশিত খবর অনুযায়ী, নববর্ষ উদযাপনের পার্টিতে আচমকা সেখানকার একটি পাওয়ার জেনারেটর থেকে বিষাক্ত কার্বন মনোঅক্সাইড গ্যাস ছড়িয়ে পড়ে। যার প্রভাবে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়।

উপরে