প্রকাশিত : ৬ জানুয়ারী, ২০২১ ১৪:৫১

চীনা আট অ্যাপ নিষিদ্ধ করল ট্রাম্প প্রশাসন

অনলাইন ডেস্ক
চীনা আট অ্যাপ নিষিদ্ধ করল ট্রাম্প প্রশাসন

চীনা সংস্থার সঙ্গে সম্পর্কিত আটটি অ্যাপ নিষিদ্ধ করার নির্দেশনায় স্বাক্ষর করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অ্যাপ ব্যবহারকারীদের যাবতীয় তথ্য এই সব সংস্থা বেইজিংকে দেওয়ার ব্যাপারে জাতীয় নিরাপত্তার শঙ্কায় ট্রাম্প প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে বলছে, আলিপে, উইচ্যাট পে, শেয়ারইটসহ মোট আটটি অ্যাপ রয়েছে সেই তালিকায়। ৪৫ দিনের মধ্যে এই নির্দেশনা কার্যকর হওয়ার কথা রয়েছে।

ডোনাল্ড ট্রাম্প এ ব্যাপারে জানিয়েছেন, অ্যাপগুলো তাদের ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে।  তার শঙ্কা, এসব ব্যবহার করে চীন সরকার সরকারি কর্মচারীদের অবস্থান ও অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে পারে।

যদিও এই আদেশ কার্যকর হওয়া পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট থাকবেন না ট্রাম্প। নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এর মধ্যে ক্ষমতা গ্রহণের কথা।

চীনা অ্যাপ নিয়ে এ ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হলেও এ ব্যাপারে জো বাইডেনের সঙ্গে কোনো ধরনের আলোচনা করা হয়নি বলে জানিয়েছেন হোয়াইট হাউসের জ্যেষ্ঠ একজন কর্মকর্তা।

সূত্র: বিবিসি

উপরে