প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২১ ১৪:৫২

চরম বিদ্যুৎ বিভ্রাট, অন্ধকারে পাকিস্তান

অনলাইন ডেস্ক
চরম বিদ্যুৎ বিভ্রাট, অন্ধকারে পাকিস্তান

চরম বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনায় মধ্যরাত থেকে ‍পুরো পাকিস্তান অন্ধকারে নিমজ্জিত হয়েছিল। গতকাল শনিবার মধ্যরাতের আগে এ ঘটনা ঘটেছে বলে দেশটির জ্বালানিমন্ত্রী ওমর আইয়ুব জানিয়েছেন।

তিনি এক বিবৃতিতে জানিয়েছেন, প্রথমে করাচি, লাহোর, ইসলামাবাদ ও মুলতান শহরগুলোর বাসিন্দারা সামাজিক যোগাযোগের মাধ্যমে বিদ্যুৎ না থাকার বিষয়টি জানানা। পরে সে দেশের অন্য শহরের বাসিন্দারাও একই অভিযোগ জানাতে থাকেন।

আজ রবিবার জ্বালানিমন্ত্রী আইয়ুব এক টুইট বার্তায় লিখেন, পাওয়ার ট্রান্সমিশন সিস্টেমের ফ্রিকোয়েন্সিতে হঠাৎ করেই বিপর্যয় ঘটে। সে কারণে সারাদেশ বিদ্যুৎবিহীন হয়ে পড়ে।

তিনি আরো জানান, দেশের অধিকাংশ এলাকা এখনো বিদ্যুৎবিহীন রয়ে গেছে। তবে শিগগিরই তা ঠিক হয়ে যাবে বলেও জানিয়েছেন তিনি। 

তবে ঠিক কী কারণে হঠাৎ করে ফ্রিকোয়েন্সি এভাবে পড়ে গেল, সে ব্যাপারে তদন্ত করে দেখা হচ্ছে। সাময়িক অসুবিধার জন্য পাকিস্তানের জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানান জ্বালানিমন্ত্রী।

সূত্র: সিএনএন, ডন নিউজ

উপরে