চীনে করোনা প্রকোপ: বেইজিং আংশিক লকডাউন

চীনের রাজধানী বেইজিং-এ আংশিক ভাবে লকডাউন জারি করা হয়েছে। বেশ কিছু করোনা আক্রান্ত ব্যক্তি সনাক্ত হওয়ার পর ১.৬ মিলিয়ন বাসিন্দাকে বেইজিং ছেড়ে যাওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।গত বুধবার নগরীর দক্ষিণে তাশিং জেলায় ছয় জন সহ সাত জন আক্রান্ত ব্যক্তি সনাক্ত হয়। কর্তৃপক্ষের বিশেষ অনুমতি এবং কোভিড-১৯ এর পরীক্ষা না করে তাশিং-এ বসবাসরত ১.৬ মিলিয়ন বাসিন্দাদের বেইজিং ত্যাগ করতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
স্থানীয় সরকারী কর্তৃপক্ষ জানায়, এই জেলাতে ৫০ বা ততোধিক লোকের সভা নিষিদ্ধ করা হয়েছে পাশাপাশি বিবাহ-অনুষ্ঠান স্থগিত এবং মৃত ব্যক্তির জানাজা বা সৎকারে কাজ সহজ করতে বলা হয়েছে। এই জেলার সমস্ত শিক্ষার্থীদের ঘরে বসে পড়াশোনা করার নির্দেশ দেওয়া হয়েছে। তাছাড়া তাশিং এলাকার বাসিন্দাদের মধ্যে যেখানে কোভিড আক্রান্ত ধরা পড়েছিল তাদের বাড়ির অভ্যন্তরেই থাকার নির্দেশ দেওয়া হয়েছে।এদিকে লকডাউনের মধ্যে কিছুটা বিপাকে বেইজিং-এ বসবাসরত বাংলাদেশি সহ সকলেই। তাশিং শহরে বসবাসরত বাংলাদেশিদের সাথে যোগাযোগ করলে তারা জানায়, লকডাউনের এই পরিস্থিথিতে সবসময় ঘরের মধ্যেই সময় কাটাতে হচ্ছে। হঠাৎ লকডাউন দেয়ায় খাবার সংগ্রহে না থাকায় হালাল খাবার অনলাইন থেকে সংগ্রহ করাটা একটু কষ্টকর হয়ে যাচ্ছে। মসজিদ বন্ধ থাকায় নামাজ বাড়িতেই পড়তে হচ্ছে।
তারা আরো জানায়, বেইজিং সরকারের পক্ষ থেকে ফ্রী করোনা টেস্ট প্রোগ্রাম চলছে। বিশ্বাস রাখি বরারের মতো এবারো অতি শীঘ্রই বেইজিং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হবে চীন সরকার।প্রতিবেশী হেবেই প্রদেশ সহ এই মহামারীটি আসন্ন চন্দ্র নববর্ষের ছুটির আগে আক্রান্তের সম্ভাব্যতার জন্য বেইজিং উচ্চ সতর্কতায় রয়েছে। এদিকে এক ভ্রমণকারী বিক্রেতা শতাধিক লোককে সংক্রামিত করার পর সোমবার থেকে উত্তর-পূর্ব জিলিন প্রদেশের প্রায় ত্রিশ মিলিয়ন লোককে লকডাউনের আওতায় রাখা হয়েছে।