প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২১ ১৪:১৬

কানাডার গভর্নর জেনারেল জুলি পায়েতের পদত্যাগ

অনলাইন ডেস্ক
কানাডার গভর্নর জেনারেল জুলি পায়েতের পদত্যাগ

কানাডার গভর্নর জেনারেল জুলি পায়েত পদত্যাগ করেছেন। গত কয়েক মাস ধরে রিডিউ হলে গভর্নর জেনারেলের বিরুদ্ধে তার কর্মচারীরা কর্মক্ষেত্রে হয়রানির অভিযোগ করেছিলেন।

কানাডার গভর্নর জেনারেল জুলি পায়েতের বিরুদ্ধে হয়রানির অভিযোগের বিষয়ে একটি নিরপেক্ষ তদন্তের পর তিনি পদত্যাগ করেছেন।

জুলি পায়েতের সঙ্গে গত বুধবার কথোপকথনের সময় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জুলি পায়েতকে পদত্যাগ করতে বলেন। এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, তিনি জুলি পায়েতের পদত্যাগপত্র গ্রহণ করেছেন।
 
জাস্টিন ট্রুডো আরও বলেন, কানাডার চিফ জাস্টিস রিচার্ড ওয়াগনার অন্তর্বর্তীকালীন ভিত্তিতে কানাডার গভর্নর জেনারেলের দায়িত্ব পালন করবেন।

প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এক বিবৃতিতে আরও উল্লেখ করেন, কানাডা সরকারের প্রতিটি কর্মচারীর নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশে কাজ করার অধিকার রয়েছে এবং আমরা এটিকে সর্বদা খুব গুরুত্ব সহকারে নেব।

কানাডার গভর্নর জেনারেল জুলি পায়েতের পদত্যাগের বিষয়টি কানাডার হেড অফ স্ট্রেট ব্রিটেনের রানি ২য় এলিজাবেথকে জানানো হয়েছে।

উল্লেখ্য, গভর্নর জেনারেল ব্রিটেনের রানি ২য় এলিজাবেথের প্রতিনিধি হিসেবে কানাডায় নিয়মতান্ত্রিক হেড অফ স্ট্রেটের দায়িত্ব পালন করেন মাত্র।

উপরে