প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২১ ১৬:০৯

ক্যামেরুনে বাস-ট্রাক সংঘর্ষে অগ্নিদগ্ধ হয়ে ৫৩ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
ক্যামেরুনে বাস-ট্রাক সংঘর্ষে অগ্নিদগ্ধ হয়ে ৫৩ জনের মৃত্যু

ক্যামেরুনের পশ্চিমাঞ্চলে বুধবার একটি বাস ও জ্বালানিবাহী ট্রাকের সংঘর্ষে অন্তত ৫৩ জন অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে। ওই অঞ্চলের গভর্নর আওয়া অগাস্টিন  বলেছেন, সংঘর্ষের পর দুটি গাড়িতেই আগুন ধরে যায়। খবর আফ্রিকা নিউজের।

এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, নিহতদের চিহ্নিত করা যায়নি কারণ তারা সবাই পুড়ে গেছে। ওই ঘটনায় আও ২৯ জন গুরুতর আহত হয়েছে বলেও জানান তিনি।

কি কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে অগাস্টিন বলছেন, প্রাথমিকভাবে তারা জানতে পেরেছেন যে ‘কুয়াশার’ কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। এছাড়া ওই গাড়িটির ব্রেকেও সমস্যা ছিল বলে জানান তিনি।

দাসচ্যাঙ্গের পাহাড়ি রাস্তায় স্থানীয় সময় বুধবার ভোর ৩টা ৩০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। ৭০ আসনের বাসটি সামনে থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। দাসচ্যাঙ্গের এই এলাকা চালকদের জন্য বিপজ্জনক হিসেবে পরিচিত।

গত বছরের ডিসেম্বর মাসে ক্যামেরুনে এমনই এক সড়ক দুর্ঘটনায় অন্তত ৩৭ জনের মৃত্যু হয়েছিল। নিহতদের মধ্যে ১০ জন নারী ও চারজন শিশুও ছিল।

উপরে