প্রকাশিত : ১১ ফেব্রুয়ারী, ২০২১ ১৪:৩১

সীমান্ত থেকে সেনা সরিয়ে নিতে চীন-ভারত চুক্তি

অনলাইন ডেস্ক
সীমান্ত থেকে সেনা সরিয়ে নিতে চীন-ভারত চুক্তি

হিমালয়ের পশ্চিমাঞ্চল থেকে সেনা সরিয়ে নিতে সম্মত হয়েছে চীন-ভারত। লাদাখের বিতর্কিত এই সীমান্ত অঞ্চলে দুই দেশের মধ্যে মাসখানেক ধরে অচলাবস্থার পর এই খবর এসেছে।

বৃহস্পতিবার পার্লামেন্টে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনরাথ সিং বলেন, সামরিক কমান্ডার ও কূটনীতিকদের মধ্যে কয়েক দফা আলোচনার পর দুদেশের মধ্যে একটি ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়েছে।

তিনি জানান, চীনের সঙ্গে আমাদের অব্যাহত আলোচনার পর পেংগং লেকের উত্তর ও দক্ষিণ সীমানা থেকে সেনা সরিয়ে নেওয়ার বিষয়ে একটি চুক্তি হয়েছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বুধবার থেকে লেকের তীর থেকে দুই দেশের সম্মুখসারির সেনাদের সরিয়ে নেওয়া হচ্ছে।

গত বছরের এপ্রিলে সীমান্তে দুই দেশের মধ্যে অচলাবস্থা তৈরি হয়। ভারত তখন জানায়, প্রকৃত নিয়ন্ত্রণ রেখার (এলএসি) ভারতীয় অংশের গভীরে চীনের সেনারা ঢুকে পড়েছে।

আর নিজস্ব এলাকায় সেনারা কার্যক্রম চালাচ্ছিল বলে দাবি করে চীন জানায়, ভারতীয় সেনারা সেখানে উসকানিমূলক পদক্ষেপ নিয়েছে।

উপরে