প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারী, ২০২১ ১৬:২৫

ভারতে যাত্রীবাহী বাস খালে পড়ে নিহত ৩৭

অনলাইন ডেস্ক
ভারতে যাত্রীবাহী বাস খালে পড়ে নিহত ৩৭

ভারতের মধ্যপ্রদেশে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। মঙ্গলবার স্থানীয় সময় সকালে রাজ্যটির সিধি জেলায় এ ঘটনা ঘটেছে। 

 

বার্তা সংস্থা এএফপি ও ভারতীয় বিভিন্ন গণমাধ্যম এমন খবর দিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি সেতু থেকে পড়ে যাওয়া বাসটি খালের পানিতে পুরোপুরি ডুবে যায়।

জেলার পুলিশ সুপার ধরমবীর সিং বলেন, আমরা এখন পর্যন্ত ৩৭টি মরদেহ উদ্ধার করতে পেরেছি। উদ্ধার অভিযান চলছে। স্থানীয়রাও উদ্ধার কাজে সহায়তার হাত বাড়িয়েছেন। বাসটিতে অর্ধশতাধিক যাত্রী ছিল।

তবে চালকসহ সাত যাত্রী সাঁতরে তীরে আসতে সক্ষম হয়েছেন।

কী কারণে বাসের গতি হঠাৎ পরিবর্তন হয়ে গেছে, তা জানা সম্ভব হয়নি। তবে দুর্বল ব্যবস্থাপনার দরুন ভারতের বিপুল সংখ্যক সড়ক দুর্ঘটনার ঝুঁকিতে আছে।

নিহতদের পরিবারকে দুই লাখ করে সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সড়কে প্রাণহানিতে ভারত বিশ্বের অন্যতম দেশ। ২০১৯ সালে দক্ষিণ এশিয়ার দেশটিতে সড়ক দুর্ঘটনায় এক লাখ ৫১ হাজার ১১৩ জন নিহত হয়েছেন। অর্থাৎ প্রতিদিন গড়ে ৪১৪ জন।

উপরে