প্রকাশিত : ২০ ফেব্রুয়ারী, ২০২১ ১৪:৪৫

বন্যার কবলে ইন্দোনেশিয়ার রাজধানী, সরিয়ে নেওয়া হলো বহু মানুষ

অনলাইন ডেস্ক
বন্যার কবলে ইন্দোনেশিয়ার রাজধানী, সরিয়ে নেওয়া হলো বহু মানুষ

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় হঠাৎ করেই বন্যার কারণে উদ্ধার অভিযান শুরু হয়েছে। এই মধ্যে এক হাজার তিনশ ৮৮ জনকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আ-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, বন্যার কারণে এক হাজারের মানুষ ঘরছাড়া হয়ে গেছে। উদ্ধার অভিযান চলমান রয়েছে।

জাকার্তায় প্রায় এক কোটি মানুষের বসবাস। শনিবার সেখানকার দক্ষিণ ও পূর্বাঞ্চল থেকে বন্যার কারণে মানুষকে সরিয়ে নেওয়া শুরু হয়েছে। 

তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। জাকার্তা প্রশাসন জানিয়েছে, ২৪টির বেশি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়েছে।

সূত্র: আল-জাজিরা

উপরে