প্রকাশিত : ২০ ফেব্রুয়ারী, ২০২১ ১৪:৪৮

বিশ্বে করোনায় আক্রান্তদের পাঁচ কোটিই তিন দেশে

অনলাইন ডেস্ক
বিশ্বে করোনায় আক্রান্তদের পাঁচ কোটিই তিন দেশে

সারাবিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১১ কোটি ১২ লাখ ৬৮ হাজার ২০ জন এবং মারা গেছে ২৪ লাখ ৬৩ হাজার নয়শ ৩৮ জন।

আক্রান্তদের মধ্যে দুই কোটি ৮৬ লাখ তিন হাজার আটশ ১৩ জন যুক্তরাষ্ট্রে, এক কোটি ৯ লাখ ৭৭ হাজার তিনশ ৮৭ জন ভারতে এবং এক কোটি ৮১ হাজার ছয়শ ১৩ জন ব্রাজিলে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। 

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় প্রথম তিনটি দেশ এগুলো। দেশগুলোতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে যথাক্রমে- যুক্তরাষ্ট্রে পাঁচ লাখ সাত হাজার সাতশ ৪৬ জন, ভারতে এক লাখ ৫৬ হাজার দু'শ ৪০ জন এবং ব্রাজিলে দুই লাখ ৪৪ হাজার নয়শ ৫৫ জন।

এদিকে আক্রান্তের তালিকায় অনেক পেছনে থাকলে বেশি মৃত্যু হয়েছে মেক্সিকোতে। সে দেশে এখন পর্যন্ত করোনায় মারা গেছে এক লাখ ৭৮ হাজার নয়শ ৯৫ জন।

বিশ্বে করোনায় সুস্থ হওয়ার হার ৯৭ শতাংশ এবং মারা যাওয়ার হার তিন শতাংশ। জন হপকিন্স ইউনিভার্সিটির দেওয়া তথ্যানুসারে, যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যুর হার তিন শতাংশ, ভারতে এক শতাংশ এবং ব্রাজিলে তিন শতাংশ। 

উপরে