আফগানিস্তানে সন্ত্রাসী হামলায় ৮জন নিহত

আফগানিস্তানের পশ্চিম হেরত প্রদেশে রাস্তার পাশে বোমা বিস্ফোরণ এবং বিদ্রোহীদের হামলায় নিরাপত্তা বাহিনীর সদস্য এবং বেসামরিক নাগরিকসহ কমপক্ষে আটজন প্রাণ হারিয়েছেন। এই সময় অন্তত ৭০ জন আহত হয়েছেন, যাদের অধিকাংশই বেসামরিক। আহতদের মধ্যে রয়েছে ২০ জন নারী ও ১২ জন শিশুসহ মোট অন্তত ৬০ জন।
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান বলেন, ঐ গাড়ি বোমার লক্ষ্য ছিল, ইরান সীমান্তবর্তী হেরাত প্রদেশের পুলিশের একটি ঘাঁটি। আরিয়ান বলেন, ঐ বিস্ফোরণে পার্শ্ববর্তী আবাসিক এলাকার কমপক্ষে ১৪টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। তাৎক্ষণিক ভাবে এই আক্রমণের দায় কেউ স্বীকার করেনি। তবে তালিবান বিদ্রোহীদের একজন মুখপাত্র বলেছেন যে, এই বোমার ব্যাপারে তারা সম্পৃক্ত নয়।
এদিকে আফগান প্রেসিডেন্ট আশরাফ গণি তালিবানের উপর দোষারোপ করে বলেন, বিদ্রোহীরা আমাদের জনগণের বিরুদ্ধে তাদের অন্যায় যুদ্ধ ও সহিংসতা চালিয়ে যাচ্ছে এবং আরো একবার প্রমাণ করেছে যে, এই সংঘাতের শান্তিপূর্ণ নিষ্পত্তির বিষয়ে তাদের কোন আগ্রহ নেই।
পৃথক আরেকটি ঘটনায় দক্ষিণের ঊরজুগান প্রদেশের রাজধানী টারিনকটে আজ সকালে রাস্তার ধারে একটি বোমা বিস্ফোরণে তিন জন বেসামরিক লোক নিহত এবং অন্তত চারজন আহত হয়েছেন।
সূত্র: আরব নিউজ, আনাদেলু এজেন্সি।