রমজানে মসজিদুল হারামে ইফতার বিতরণের অনুমোদন

আসন্ন রমজান মাস উপলক্ষে পবিত্র মসজিদুল হারামসহ মক্কা নগরীর প্রধান সড়ক ও আবাসিক এলাকাতে ইফতার বিতরণ করা যাবে। গতকাল সোমবার এক বিবৃতিতে পূর্ব-অনুমতি সাপেক্ষে ইফতার খাবার বিতরণ করা যাবে বলে জানিয়েছে মক্কার সরকার।
সৌদি গেজেটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, পবিত্র মক্কা নগরীর মসজিদুল হারাম, আবাসিক এলাকা, প্রধান সড়কগুলোসহ নগরীর বিভিন্ন স্থানে শর্ত সাপেক্ষে ইফতার খাবার বিতরণের অনুমোদন দিয়েছে।
বৈশ্বিক করোনা মহামারি সংক্রমণে গত বছরের ২৮ ফেব্রুয়ারি ওমরাহ স্থগিত করাসহ মসজিদে প্রবেশে বিধি-নিষেধ আরোপ করা হয়। এরপর অত্যন্ত সীমিত পরিসরে হজ ও ওমরাহ আয়োজন করা হয়। এতে মসজিদুল হারাম ও মসজিদে নববিতে আগত মুসল্লিদের স্বাস্থ্যবিধি অনুসরণ করতে বলা হয়।
মক্কা সরকারের সংশ্লিষ্ট কমিটি জানায়, করোনা সংক্রমণরোধে এক বছর যাবত বিধি-নিষেধ জারির পর পবিত্র রমজান মাসে স্বাস্থ্যবিধি মেনে মুসল্লিরা মসজিদুল হারামে নামাজ আদায় করতে পারবে। এরই অংশ হিসেবে ইফতার বিতরণের অনুমোদন দেওয়া হয়েছে।
তবে ইফতার বিতরণের জন্য ওয়েবসাইটে আবেদন করে কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিতে হবে। তাছাড়া এ বছর নির্ধারিত খাবারই কেবল ইফতার হিসেবে বিরতণ করা যাবে। হয়েছে।
রমজান মাস উপলক্ষে প্রতি বছর অসহায় পরিবারের মধ্যে খাবারের ঝুড়ি, বিভিন্ন সড়কে গরম খাবার এবং মসজিদুল হারাম ও আশপাশের এলাকায় শুকনো খাবার বিতরণ করা হতো।
এর মধ্যে রয়েছে খাদ্যের ঝুড়ি যা দরিদ্র পরিবারগুলিতে বিতরণ করা হয়, আশেপাশে এবং আউটলেটগুলিতে গরম খাবার এবং গ্র্যান্ড মসজিদ এবং এর আঙ্গিনাগুলির পাশাপাশি পবিত্র শহরের আবাসিক পাড়াগুলিতে শুকনো খাবার।
করোনা মহামারির কারণে গত বছরের রমজান মাসে মসজিদুল হারামে ইফতার বিতরণ নিষিদ্ধ করেছিল মক্কার সরকার। এছাড়াও মক্কার আবাসিক এলাকা, প্রধান সড়ক ও অলিগলিতে ইফতার খাবারে জনসমাগম নিষিদ্ধ ছিল।
সূত্র : সৌদি গেজেট