প্রকাশিত : ৫ এপ্রিল, ২০২১ ১৪:৫৪

ভারতে করোনায় রেকর্ড সংক্রমণ, এক দিনেই আক্রান্ত লক্ষাধিক!

অনলাইন ডেস্ক
ভারতে করোনায় রেকর্ড সংক্রমণ, এক দিনেই আক্রান্ত লক্ষাধিক!

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে এক লাখ তিন হাজার ৫৫৮ জন। এ নিয়ে দেশটিতে করোনায় মোট আক্রান্তের সংখ্যা হয়েছে এক কোটি ২৫ লাখ ৮৯ হাজার ৬৭ জন এবং মারা গেছে এক লাখ ৬৫ হাজার একশ ৩২ জন।

ভারতে সবচেয়ে বেশি করোনায় ক্ষতিগ্রস্ত রাজ্য মহারাষ্ট্র। করোনা মহামারি শুরুর পর ওই রাজ্যে ৩০ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে। গত রবিবার রাজ্যটিতে নতুন করে শনাক্ত হয়েছে ৫৭ হাজার ৭৪ জন রোগী।

জানা গেছে, গত রবিবার মুম্বাইয়েও দৈনিক সর্বোচ্চ সংক্রমণের ঘটনা ঘটেছে। ১১ হাজার ১৬৩ জন নতুন শনাক্তের মধ্য দিয়ে মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ৫২ হাজার ৪৪৫ জন।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় তিন নম্বরে রয়েছে ভারত। সে দেশে করোনায় আক্রান্ত হওয়ার পর মৃত্যুর হার এক শতাংশ এবং সুস্থ হওয়ার হার ৯৯ শতাংশ।

সূত্র: ওয়ার্ল্ডোমিটার, এনডিটিভি

উপরে