মিসরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২০

মিসরে বাস-ট্রাক সংঘর্ষে কমপক্ষে ২০ জন প্রাণ হারিয়েছেন। এ দুর্ঘটনায় আরো তিনজন আহতও হন। আজ বুধবার আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, মিসরের অ্যাসিয়ট নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। অ্যাসিয়টের গভর্নর এসাম সাদ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দুর্ঘটনার পর বাস ও ট্রাকে আগুন ধরে যায়। আহতদের কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
গভর্নরের কার্যালয়ের প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, পোড়া বাস ও ট্রাকে উদ্ধারে কাজ করছেন উদ্ধারকারীরা।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, দুর্ঘটনার পরই ৩৬টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে ছুটে যায়। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সূত্র : আলজাজিরা