সাইবার আক্রমণের কারণে রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রর নিষেধাজ্ঞা

সাইবার হামলা ও যুক্তরাষ্ট্রের ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ তুলে রাশিয়ার একাধিক প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ওয়াশিংটন।
প্রেসিডেন্ট বাইডেন গতকাল বৃহস্পতিবার (১৫এপ্রিল) রাশিয়ার ওপর এই নিষেধাজ্ঞার বিষয়ে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন।
গত বছরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ এবং একাধিক কেন্দ্রীয় দপ্তরে সাইবার নিরাপত্তা লঙ্ঘন ও হস্তক্ষেপের জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়াকে দায়ী করছে। এ ঘটনাকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার (১৫এপ্রিল) ১০ জন রুশ কুটনীতিককে বহিষ্কারসহ প্রায় তিন ডজন কোম্পানি ও ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।
বাইডেন হোয়াইট হাউসে বলেন, আমি রাশিয়ার বেশ কয়েকজন কর্মকর্তাকে তাদের কর্মের ফলস্বরূপ বহিষ্কারসহ কয়েকটি পদক্ষেপের অনুমোদন দিয়েছি। রাশিয়া যুক্তরাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে যে ক্ষতিকারক পদক্ষেপ নিয়েছে তার জন্য নিষেধাজ্ঞাসহ নতুন পদক্ষেপের অনুমোদনের একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছি।
পর্যবেক্ষকরা ধারণা করছে, ক্ষমতা নেওয়ার ৩ মাসের মধ্যে রাশিয়ার ওপর বাইডেন প্রশাসনের একের পর এক এমন নিষেধাজ্ঞায় ওয়াশিংটন-মস্কোর মধ্যে উত্তেজনা আরও বাড়বে।