ভারতে ২৪ ঘণ্টায় কমেছে করোনা শনাক্ত ও মৃত্যু

ভারতে কমেছে করোনাভাইরাস শনাক্ত ও মৃত্যু। গত ২৪ ঘণ্টায় ৩ লাখ ৬৬ হাজার ১৬১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে ৩ হাজার ৭৫৪ জন মৃত্যুবরণ করেছেন দেশটিতে। একদিন আগেই ৪ লাখের বেশি শনাক্ত এবং ৪ হাজারের বেশি মৃত্যুর ঘটনা ছিল ভারতে।
সোমবার সকালে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদনের বরাত দিয়ে সংবাদ সংস্থা এএনআই এ তথ্য জানিয়েছে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, ভারতে টানা চারদিন পর চার লাখের নিচে করোনা শনাক্ত ও চার হাজারের নিচে মৃত্যুর সংখ্যা দেখা গেল। দেশটিতে মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা ২ কোটি ২৬ লাখে ৬২ হাজার ৫৫৪ জনে দাঁড়াল। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ২ লাখ ৪৬ হাজার ১১৬ জন।
সংক্রমণ ঠেকাতে ভারতের বেশ কয়েকটি রাজ্যে লকডাউন ও কারফিউ ঘোষণা করা হয়েছে। তামিলনাড়ুতে দুই সপ্তাহের কারফিউ ঘোষণা করা হয়েছে। আর কর্ণাটকে দুই সপ্তাহের লকডাউন দেওয়া হয়েছে। মণিপুরে ১৭ মে পর্যন্ত কারফিউ বাড়ানো হয়েছে। পশ্চিমবঙ্গে কঠোর পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার।
এ বছরের জানুয়ারি মাসে ভারতে সবচেয়ে বড় পরিসরে টিকাদান কর্মসূচি শুরু হয়। তবে অনেক রাজ্যে টিকা নিয়ে সংকট দেখা দেয়। ফলে টিকাদান কর্মসূচি ধীর গতিতে চলতে শুরু করে।
ওয়ার্ল্ডোমিটারের হিসাব অনুসারে করোনায় সংক্রমণ ও মৃত্যুর হারে যুক্তরাষ্ট্রের পরেই ভারতের অবস্থান।