ইসরায়েলের লড শহরে জরুরি অবস্থা জারি

ইসরায়েল ও ফিলিস্তিনির মধ্যে সংঘাত চরম মাত্রা ধারণ করায় ইসরায়েলে জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার। সোমবার তেল আবিবের দক্ষিণের ওই শহরে এক ইসরায়েলি ইহুদি, মুসা হাসুনা নামে এক ফিলিস্তিনি নাগরিককে গুলি করে হত্যার পর থেকে সেখানে সহিংসতা ছড়িয়ে পড়ে।
ইসরায়েল সরকারের বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু জননিরপত্তা মন্ত্রীসহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সেখানকার সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোরভাবে তা মোকাবেলার নির্দেশ দেওয়া হয়েছে।
১৯৬৬ সালের পর প্রথমবারের মতো কোনও আরব সম্প্রদায়ের ওপর জরুরি ক্ষমতা ব্যবহার করলো ইসরায়েল সরকার।