গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে আর্জেন্টিনায় বিক্ষোভ

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে বুয়েনস আইরেসে ইসরায়েলি দূতাবাসের কাছে জমায়েত হয়ে বিক্ষোভ করেছে কয়েকশ বিক্ষোভকারী। জানা গেছে, বিক্ষোভকারীরা সবাই আর্জেন্টিনার নাগরিক।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, ফিলিস্তিনে গণহত্যা না চালানোর ব্যাপারে তারা আহ্বান জানিয়েছে। কেউ কেউ সেখানে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়েছিল, 'সবাই ফিলিস্তিন' লেখা সম্বলিত।
জানা গেছে, তাদের মধ্যে একজন বিক্ষোভকারীর প্ল্যাকার্ডে লেখা ছিল, বয়কট ইসরায়েল। আরেক বিক্ষোভকারীর প্ল্যাকার্ডে লেখা ছিল, ইসরায়েল সরকারের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করা উচিত আর্জেন্টিনা সরকারের।
তবে ইসরায়েল দূতাবাসে যাওয়ার পথে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছে সে দেশের দাঙ্গা পুলিশ।
সূত্র: আল-জাজিরা