প্রকাশিত : ৬ জুন, ২০২১ ১৪:৩৭

ইয়েমেনে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৭

অনলাইন ডেস্ক
ইয়েমেনে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৭

ইয়েমেনের সরকার নিয়ন্ত্রিত একটি শহরে হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, নিহতদের মধ্যে শিশুও রয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো বেশ কয়েকজন।  

আল-জাজিরার ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার হামলা চালানো হয়। প্রাদেশিক গভর্নরের প্রেস সহকারী আলী আল-ঘুলিসি বলেছেন, মারিব শহরে রাউধার আশেপাশে একটি গ্যাস স্টেশনে আঘাত করেছে ওই ক্ষেপণাস্ত্র। 

ক্ষেপণাস্ত্র হামলার কিছুক্ষণ পর একটি বিস্ফোরকবাহী ড্রোন চালিয়ে দুটি অ্যাম্বুলেন্সে আঘাত হানে হুথিরা। আহতদের হাসপাতালে নেওয়ার কাজে নিয়োজিত ছিল অ্যাম্বুলেন্স দুটি। যদিও সেই হামলার দায় নেয়নি হুথিরা।

হুথিদের ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা করেছে আঞ্চলিক ও আন্তর্জাতিক  বিভিন্ন সংস্থা। ইয়েমেনের তথ্যমন্ত্রী মোয়াম্মার আল-ইরানি গ্যাস স্টেশন ও দু’টি অ্যাম্বুলেন্স লক্ষ্য করে চালানো হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। 

আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ এবং মার্কিন রাষ্ট্রদূতকে হুথিদের এ হামলার ঘটনায় নিন্দা জানানোর আহ্বান জানিয়েছেন।

সূত্র: আল-জাজিরা

উপরে