প্রকাশিত : ১৩ জুন, ২০২১ ১৫:০৩

একজন করোনা আক্রান্ত, ভুটানের রাজধানী লকডাউনে

অনলাইন ডেস্ক
একজন করোনা আক্রান্ত, ভুটানের রাজধানী লকডাউনে

মাত্র একজনের দেহে করোনাভাইরাস শনাক্তের পর ভুটানের রাজধানী থিম্পুতে লকডাউন কার্যকর করা হয়েছে। জানা গেছে, আট বছর বয়সী এক শিশুর শরীরে করোনা ধরা পড়েছে।

গতকাল স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া লকডাউন ৭২ ঘণ্টা ধরে চলবে। গতকাল দুপুরের দিকে থিম্পুর ড্রুক স্কুলের এক শিক্ষার্থী করোনা পজিটিভ হয়। এরপর সে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় তড়িঘড়ি করে শহরে লকডাউন ঘোষণা করে।

জানা গেছে,  র্যাপিড অ্যান্টিজেন টেস্টে ওই শিক্ষার্থীর শরীরে করোনা ধরা পড়েছে। অবশ্য আরটি-পিসিআর পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ এসেছে।

পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে ওই শিক্ষার্থীর আবার করোনা পরীক্ষা করা হবে। লকডাউনের এই সময়ের মধ্যে থিম্পুর সবার করোনা পরীক্ষার সিদ্ধান্ত হয়েছে।
সূত্র: ইস্ট মোজো

উপরে