বন্যায় বিপর্যস্ত জার্মানিতে নিহত ৮০, এক অঞ্চলেই নিখোঁজ ১৩০০

প্রলয়ংকারী বন্যায় জার্মানিতে একটি শহর থেকেই রীতিমত নিখোঁজ হয়ে গেছেন ১৩০০ জন। বিবিসির তথ্যমতে, এখন পর্যন্ত মৃত্যু হয়েছে অন্ততপক্ষে ৮০ জনের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন।
শহরটির যে দিকে তাকানো যায় শুধুই পানি। মাঝে মাঝে কিছু বাড়িঘর উঁকি মারছে। দেখে মনে হবে জনবসতির উপর দিয়ে নদী বয়ে গিয়েছে। কোথাও একতলা, তো কোথাও আবার দোতলা সমান জল। কোথাও আবার ঘরবাড়ি ভেঙে গিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এমনই চিত্র দেখা গেছে পশ্চিম এবং দক্ষিণ জার্মানিতে।
গত কয়েক দিন ধরে জার্মানির পশ্চিম এবং দক্ষিণাঞ্চলে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। সেই বৃষ্টিতেই বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ায় বহু এলাকা জলমগ্ন হয়ে পড়ে।
প্রশাসন সূত্রে জানানো হয়েছে, সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি রাইনল্যান্ড-প্যালাটিনেটে। শুধু ওই অঞ্চলেই ১৩০০ মানুষ নিখোঁজ হয়ে গিয়েছেন বলে ধারণা স্থানীয় প্রশাসনের।
জার্মানির আবহাওয়া অধিদপ্তরের মুখপাত্র অ্যান্ড্রিয়াস ফ্রেডরিক জানান, বেশ কিছু জায়গায় যে পরিমাণ বৃষ্টি হয়েছে তা গত ১০০ বছরেও হয়নি। পশ্চিম জার্মানির বেনেলাক্স অঞ্চল, উত্তর রাইন-ওয়েস্টফালিয়া এবং রাইনল্যান্ড-প্যালাটিনেট সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে। ওই সব অঞ্চলে কোথাও ১৫০ মিলিমিটার, কোথাও আবার ২০৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
এদিকে রাজনৈতিক নেতারা এ পরিস্থিতির জন্য বৈশ্বিক জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছেন। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল ক্ষতিগ্রস্তদের সহায়তার পূর্ণ প্রতিশ্রুতি দিয়েছেন।
শুধু জার্মানিই নয়, বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে প্রতিবেশি দেশ বেলজিয়ামেও। বেলজিয়ামে এখন পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
বন্যার আশঙ্কা দেখা দিয়েছে ইউরোপের দেশ নেদারল্যান্ডস, লুক্সেমবার্গ এবং সুইজারল্যান্ডেও।