প্রকাশিত : ২৫ জুলাই, ২০২১ ১৫:৫২

করোনামুক্ত হজের পর ওমরাহ কার্যক্রম শুরু

অনলাইন ডেস্ক
করোনামুক্ত হজের পর ওমরাহ কার্যক্রম শুরু

করোনাকালের দ্বিতীয় হজ সমাপ্তির পর ফের ওমরাহ কার্যক্রম শুরু করেছে সৌদি। আজ রবিবার (২৫ জুলাই) হজের পর ওমরাহ পালনকারী প্রথম দল এসে পৌঁছেছে। হজযাত্রীদের বিদায়ের পর ওমরাহযাত্রী ও দৈনন্দিন মুসল্লিদের জন্য মক্কার পবিত্র মসজিদুল হারাম চত্বর প্রস্তুত করা হয়েছে।

গ্র্যান্ড মসজিদের সহকারি মহাসচিব ড. সাআদ আল মুহাইমিদ জানান, মসজিদুল হারামে মুসল্লি ও ওমরাহযাত্রীদের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। মসজিদুল হারামে প্রবেশ ও চলাচলের স্থানে সামাজিক দূরত্ব নিশ্চিত করে সব ধরনের সতর্কতামূলক পদক্ষেপ বাস্তবায়ন করা হয়েছে। এছাড়াও অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে সবার তাপমাত্রা পরিমাপ করা হয়।

করোনা সংক্রমণ রোধে দ্বিতীয় বারের মতো এ বছরও সৌদিতে অবস্থানরত সীমিত সংখ্যক হাজিদের নিয়ে হজের কার্যক্রম শেষ হয়েছে। হজযাত্রীদের মধ্যে কারো করোনা সনাক্তের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্যবিধি মেনে পবিত্র হজের আয়োজন করায় সৌদি সরকারকে এক টুইট বার্তায় অভিনন্দন জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাসচিব আন্তোনিও গুতেরেস।

সূত্র : সৌদি গেজেট

উপরে