ইরানে দাবানলে নিহত ৩

ইরানের ফার্স প্রদেশে ভয়াবহ দাবানলে কমপক্ষে তিনজন প্রাণ হারিয়েছেন।
দেশটির সরকার নিয়ন্ত্রিত গণমাধ্যম এ তথ্য জানিয়েছে বলে তুর্কি গণমাধ্যম আনাদোলুর এক প্রতিবেদনে বলা হয়েছে।
ফার্স প্রদেশের ফিরুজাবাদ জেলায় স্থানীয় সময় সোমবার ভোরে দাবানলে তাদের মৃত্যু হয়।
দাবানল নিয়ন্ত্রণে ইরানের দমকল বাহিনীর সঙ্গে অন্য জরুরি সেবায় নিয়োজিত কর্মীরাও কাজ করছেন।
মঙ্গলবার আরও কয়েকটি স্থানে আগুন ছড়িয়ে পড়ায় উদ্ধারকর্মীরা এলাকাবাসীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছেন।
হেলিকপ্টারের মাধ্যমে আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে।ইরানের অন্যান্য শহর থেকে দমকল বাহিনীর লোকজন ফার্স প্রদেশে ছড়িয়ে পড়া দাবারল নেভানোর কাজ করে যাচ্ছেন।