আফগানিস্তানে সেনাপ্রধান বরখাস্ত, নতুন জেনারেল হেবাতুল্লাহ

আফগানিস্তানের সেনাপ্রধান ওয়ালি মুহাম্মদ আহমাদজাইকে বরখাস্ত করে জেনারেল হেবাতুল্লাহ আলীজাইকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আলজাজিরার ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, জেনারেল আলীজাই আফগানিস্তানের বিশেষ বাহিনীর সর্বাধিনায়ক ছিলেন। ওই পদে সেনাবাহিনীর ২১৫ নম্বর ডিভিশনের কমান্ডার সামি সাদাতকে নিয়োগ দেওয়া হয়েছে।
জানা গেছে, দুই মাস আগে তাকে নিয়োগ দিয়েছিলেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানে একের পর এক এলাকা তালেবানদের দখলে চলে যাওয়ার পর দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর ভূমিকা ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ হয়। এরই মধ্যে জেনারেল আহমাদজাইকে সরিয়ে দেওয়া হলো।
তালেবানদের দাপটের মধ্যে কোনো এলাকা পরিদর্শনে যাননি সাবেক এই সেনাপ্রধান। আফগানিস্তানের একাধিক সংসদ সদস্য তাকে অযোগ্য ঘোষণা করে সরিয়ে দেওয়ার পক্ষে মত দেন।
এদিকে তালেবান যোদ্ধারা তিন মাসের মধ্যে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়ে নেওয়ার শঙ্কা প্রকাশ করেছেন মার্কিন গোয়েন্দারা।
সূত্র : আলজাজিরা।