আফগানিস্তানে সেনাসদস্য বাড়ানোর ঘোষণা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার প্রক্রিয়ার মধ্যে দেশের অধিকাংশ প্রদেশের রাজধানীর দখল নিয়েছে তালেবান। সর্বশেষ কাবুল দখলের পর সরকারের পতন নিশ্চিত হয়ে যায়। এর মধ্যে দেশ ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট আশরাফ ঘানি। আর ক্ষমতা বুঝে নেওয়ার অপেক্ষায় রয়েছে সশস্ত্র গোষ্ঠী তালেবান।
এসবের মধ্যে যুক্তরাষ্ট্র কূটনীতিক এবং নিজের নাগরিকদের দেশটি থেকে ফিরিয়ে আনতে নতুন করে সেনা মোতায়েন করার ঘোষণার পর কাবুল বিমানবন্দরের সুরক্ষায় পদক্ষেপ নিয়েছে।
কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা এ তথ্য জানায়।
পেন্টাগন এবং যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেট বলছে— আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের এবং সহযোগী হাজার হাজার নাগরিকদের নিরাপদে বেসামরিক ও সামরিক বিমানের মাধ্যম ফিরিয়ে আনতে কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের সুরক্ষায় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
স্থানীয় সময় রোববার রাতে এক যৌথ বিবৃতিতে বলা হয়, আগামী দুদিনে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সেনা উপস্থিতি ছয় হাজারে পৌঁছাবে। তারা নাগরিকদের নিরাপদে ফিরে আসার প্রক্রিয়ায় সহযোগিতা করবেন। তারা এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বও নেবে।
বিবৃতিতে আরও বলা হয়, আমরা আগামীকাল এবং সামনের দিনগুলোতে আফগানিস্তানে বসবাস করা মার্কিন নাগরিকদের দেশটি থেকে ফিরিয়ে আনব। এ ছাড়া যুক্তরাষ্ট্র মিশনের কর্মকর্তা, তাদের পরিবারের সদস্য এবং সুরক্ষিত নয় এমন আফগানদের দেশটি থেকে নিয়ে আসা হবে।
‘ইতোমধ্যে গত দুই সপ্তাহে দেশটি থেকে স্পেশাল ইমিগ্রেন্ট ভিসার মাধ্যমে দুই হাজারের মতো আফগান যুক্তরাষ্ট্রে এসেছেন। এ ছাড়া এ ভিসা পাওয়ার যোগ্য এমন হাজার হাজার আফগানের দ্রুত প্রত্যাবাসন প্রক্রিয়ার গতি বাড়িয়ে দেব’, বলা হয় বিবৃতিতে।
দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র। তালেবান দেশটির ৩৪টির মধ্যে অধিকাংশ প্রদেশের রাজধানীর দখলে নিয়েছে। সর্বশেষ কাবুলে ঢোকার পর প্রেসিডেন্ট প্যালেসও দখলে নেয় গোষ্ঠীটি। এখন তারা দীর্ঘদিনের যুদ্ধবিধ্বস্ত দেশটির ক্ষমতা বুঝে নেওয়ার অপেক্ষায় রয়েছে।