আফগানিস্তানকে সহায়তা স্থগিত করল আইএমএফ

আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ তালেবানের হাতে চলে যাওয়ায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) দেশটিতে সহায়তা স্থগিত করেছে।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।
সংস্থাটির এক মুখপাত্র বলেন, আফগানিস্তানে একটি সরকারের স্বীকৃতি দেওয়া নিয়ে ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে স্পষ্টতার অভাবের’ কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অর্থনৈতিক সংকটে দেওয়া সহায়তার অংশ হিসেবে ২৩ আগস্ট আফগানিস্তান আইএমএফ থেকে ৩৭০ মিলিয়ন মার্কিন ডলারের (৩৭ কোটি ডলার) বেশি সহায়তা পাওয়ার কথা ছিল।
আইএমএফের স্পেশাল ড্রয়িং রাইটসের (এসডিআর) তহবিল থেকেও আফগানিস্তান কোনো সহায়তা পাবে না।
এ বিষয়ে মুখপাত্র বলেন, আইএমএফ পরিচালিত হয় আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টিভঙ্গি অনুযায়ী।
যুক্তরাষ্ট্র আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের সম্পদ আটকে দেওয়ার পর আইএমএফের এ সিদ্ধান্ত এলো।
দেশটিতে আফগান কেন্দ্রীয় ব্যাংকের প্রায় ৯৫০ কোটি ডলারের সম্পদ রয়েছে, যার উল্লেখযোগ্য অংশ রয়েছে নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ ও যুক্তরাষ্ট্রভিত্তিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর অ্যাকাউন্টে।