কোরিয়ায় শক্তিশালী টাইফুন ওমাইসের আঘাত

দক্ষিণ কোরিয়ায় সোমবার মধ্য রাতের দিকে টাইফুন ওমাইস আঘাত হানে। শক্তিশালী টাইফুনটি ভূমি ধসের পর রাস্তাঘাট ঘরবাড়ি প্লাবিত করে এবং রেলপথের ক্ষতিসাধন করে; এর ফলে দক্ষিণ কোরিয়ার দক্ষিণাঞ্চলের শহরগুলোতে ১০ হাজারেরও বেশি লোককে সরিয়ে নিতে বাধ্য হয় সরকার।
মৌসুমের প্রথম টাইফুনটি পূর্ব সাগরে বিচ্ছিন্ন হয়ে জেজু, সেচন, গজে, দক্ষিণ খিয়ংসাং প্রদেশ এবং বুসানের ওপর দিয়ে ভারি বৃষ্টিপাতসহ প্রতি সেকেন্ডে ১৮-১৯ মিটার এবং ৯৯৬ হেক্টোপাসকালের বাতাসের চাপ দিয়ে প্রবাহিত হয়। দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি মুনজে-ইন টাইফুনের আঘাত থেকে দেশকে রক্ষা করার জন্য আগে থেকেই সকল প্রকার ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এছাড়াও দেশটির আবহাওয়া অধিদপ্তর উপকূলীয় অঞ্চলগুলোতে সতর্কতা জারি করেন।
এদিকে দক্ষিণ খিয়সাং এলাকার একটি বহিরাগত পার্কিং জলাভূমি প্লাবিত হয়েছে এবং উলসান সহ বুসানের ২১৭টি বাড়িতে সাময়িকভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে। প্রবল বাতাস এবং ভারী বর্ষণের ফলে ৮৬টি ফ্লাইট এবং ৭০টি ফেরি চলাচল বন্ধ করা হয়। দেশব্যাপী বন্দরে হাজার হাজার নৌকা, জাহাজ নোঙ্গর করা হয় এবং ১৮টি জাতীয় উদ্যানের ৪৫০টি পথ বন্ধ করা হয়। পূর্বাঞ্চলীয় বুসান, চ্যাংওন, সানচন এবং দক্ষিণ জেওলা প্রদেশের দেমিয়ং ভূমিধসপ্রবণ এলাকায় বসবাসকারী ১০ হাজারেরও বেশি বাসিন্দা সোমবার রাতের মধ্যে বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে অবস্থান করে।
কেন্দ্রীয় দুর্যোগ ও নিরাপত্তা সদরদপ্তরের তথ্য অনুসারে, দমকলকর্মীরা মঙ্গলবার ভোর পর্যন্ত ১১ জনকে উদ্ধার করে। শেষ খবর পাওয়া পর্যন্ত, দক্ষিণ জেওলা প্রদেশের ৬টি রাস্তা বন্যায় প্লাবিত হয়েছে এবং মঙ্গলবার ভোরে ভারি বৃষ্টিপাতের ফলে গুয়াংজু ও মিরিয়াং অঞ্চলের সংযোগকারী রেলপথটি বন্ধ হয়ে যায়।