যুক্তরাষ্ট্রে আঘাত হানতে যাচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় আইডা

মেক্সিকো উপসাগরে সৃষ্ট শক্তিশালী ঘূর্ণিঝড় ‘আইডা’ যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে আঘাত হানতে যাচ্ছে।
ন্যাশনাল হারিকেন সেন্টার জানায়, মারাত্মক বিপজ্জনক হয়ে এটি ঘণ্টায় ১৫০ মাইল বেগে স্থানীয় সময় রোববার বিকেলে উপকূলীয় অঞ্চলে আছড়ে পড়তে পারে।
ঘূর্ণিঝড় ‘আইডা’ নিয়ে ওই অঞ্চলের মানুষ আতংকে রয়েছে। কারণ ঠিক ১৬ বছর আগে ২০০৫ সালে এই দিনে লুইজিয়ানাসহ আশপাশের এলাকায় আঘাত করেছিল ক্যাটরিনা। যা ছিল ঐতিহাসিকভাবে বিধ্বংসী এক ঘূর্ণিঝড়। এতে মারা গিয়েছিল এক হাজার ৮০০ মানুষ। ক্যাটরিনা ছিল ক্যাটাগরি তিন ঘূর্ণিঝড়। কিন্তু এবার আঘাত হানতে যাওয়া ‘আইডা’ চার ক্যাটাগরি ঘূর্ণিঝড়।
লুইজিয়ানার গভর্নর জন বেল এডওয়ার্ড জানান, ১৮৫০ সালের পর উপকূলে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে ধরা হচ্ছে ‘আইডা’কে।
তিনি বাসিন্দাদের সতর্ক থাকতে বলেছেন। ঝড়ের সময় ঘরের জানালা বন্ধ রাখার পরামর্শ দেন। গভর্নর জানান, আবহাওয়া খুবই খারাপ থাকবে। এছাড়া ভূমিধসের আশংকা রয়েছে।
এরই মধ্যে লুইজিয়ানার কয়েক হাজার মানুষ বাড়ি ছেড়েছে। যারা এখনো অবস্থান করছেন তাদের নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। ঝড়ের প্রভাবে লুইজিয়ানার তিন লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে।
লুইজিয়ানার গভর্নর বলেন, ঝড় পরবর্তী সময়ে উদ্ধার তৎপরতা ও মানুষকে সাহায্যের জন্য প্রস্তুত রয়েছে টিম।
এদিকে পরিস্থিতি মোকাবিলার জন্য চার হাজারের বেশি ন্যাশনাল গার্ড সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া বাসিন্দাদের সহায়তার জন্য প্রস্তুত রাখা হয়েছে ১৯৫টি জলযান, ৭৩টি নৌকা ও ৩৪টি হেলিকপ্টার।
অপরদিকে অঙ্গরাজ্যটির নিউ অরলিন্স শহরের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার অনুরোধ করেছেন মেয়র।
নিউ অরলিন্সের হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড ইমার্জেন্সি অফিসের পরিচালক কলিন আরনল্ড সতর্ক করে জানান, ঘূর্ণিঝড় উপকূলে আঘাত হানার পর নাজুক পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হতে পারে।
এদিকে প্রেসিডেন্ট জো বাইডেন ঘূর্ণিঝড় আইডাকে খুবই বিপজ্জনক বলে আখ্যা দিয়েছেন। তিনি ওই অঞ্চলের লোকজনকে সাহায্য করতে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন।
সূত্র: বিবিসি, সিএনএন