আফগানিস্তানকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র ঘোষণা তালেবানের

যুক্তরাষ্ট্রের শেষ ফ্লাইট কাবুল ছাড়ার পর আফগানিস্তানকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা দিয়েছে দেশটির ক্ষমতা দখল করা সশস্ত্র গোষ্ঠী তালেবান। খবর আল-জাজিরার।
চুক্তি অনুযায়ী আজ ৩১ আগস্ট যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর সেনারা আফগানিস্তান ছেড়েছে। প্রায় দুই দশক পর বিদেশি সেনাদের নিয়ন্ত্রণমুক্ত হয়েছে কাবুল।
তালেবান দিনটিকে ঐতিহাসিক উল্লেখ করে তারা বলছে, আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের ভয়াবহ এ পরাজয় বিশ্বের মোড়ল দেশগুলোর জন্য শিক্ষা। ভবিষ্যতে কোনো দেশ ঠুনকো অভিযোগে যেন স্বাধীন ও সার্বভৌম কোনো দেশে হস্তক্ষেপ না করে সেই আশা তালেবানের।
তালেবানের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, আফগানিস্তান এখন স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র। ২০ বছরের যুদ্ধের অবসান ঘটিয়ে মার্কিন সেনাদের আফগানিস্তান ছাড়ার ঘটনা ঐতিহাসিক এক মুহূর্ত।