প্রকাশিত : ১ সেপ্টেম্বর, ২০২১ ১৭:১৫

জলবায়ু পরিবর্তনের কারণে ৫০ বছরে ২০ লাখ মানুষ মারা গেছে: জাতিসংঘ

অনলাইন ডেস্ক
জলবায়ু পরিবর্তনের কারণে ৫০ বছরে ২০ লাখ মানুষ মারা গেছে: জাতিসংঘ
জলবায়ু পরিবর্তনের কারণে গেল ৫০ বছরে ২০ লাখ মানুষের মৃত্যু হয়। এসব প্রাণহানির ৯০ শতাংশেরও বেশি হয়েছে দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলোতে।

বুধবার এসব কথা জানিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক আবহাওয়া সংস্থা। সংস্থাটি জানায়, ১৯৭৯ থেকে ২০১৯ সালের মধ্যে প্রাকৃতিক দুর্যোগ হয় ৫ গুণ বেশি।

এসব দুর্যোগের কারণে বিভিন্ন দেশের আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ ৩ লাখ ৬৪ হাজার কোটি ডলারেরও বেশি। দুর্যোগের প্রবণতা এবং ক্ষয়ক্ষতি বাড়লেও আগের চেয়ে মৃত্যু কমেছে। ৭০ এর দশকে ঝড়, বন্যা, খরার মত প্রাকৃতিক দুর্যোগে প্রতিবছর ৫০ হাজারের বেশি মৃত্যু হত।

কিন্তু ২০১০ সালের দিকে বার্ষিক ১৮ হাজারের মত প্রাণহানি হয়। উন্নত প্রযুক্তির সতর্ক ব্যবস্থার কারণে প্রাকৃতিক দুর্যোগে মৃত্যু কমেছে বলে মনে করছে আন্তর্জাতিক আবহাওয়া সংস্থা।  

উপরে