প্রকাশিত : ২ সেপ্টেম্বর, ২০২১ ১০:১৫

কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা সৈয়দ আলি মারা গেছেন

অনলাইন ডেস্ক
কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা সৈয়দ আলি মারা গেছেন

কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা সৈয়দ আলি মারা গেছেন।

বুধবার (১ সেপ্টেম্বর) রাতে শ্রীনগরে নিজের বাসভবনে তিনি মারা যান। 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি তার মৃত্যুতে শোক জানিয়ে টুইট করেছেন।

১৯২৯ সালে বারামুলায় জন্মগ্রহণ করেন গিলানি। লাহোরের ওরিয়েন্টাল কলেজে পড়াশোনা করেন। এরপর যুক্ত হন রাজনীতির সঙ্গে।

খবর আনন্দবাজার পত্রিকা।

উপরে