প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২১ ০৯:১৩

ভারত সফর শেষে পাকিস্তানে সিআইএ প্রধান

অনলাইন ডেস্ক
ভারত সফর শেষে পাকিস্তানে সিআইএ প্রধান

ভারত সফর শেষে আফগান সমস্যাসহ বিভিন্ন ইস্যুতে বৈঠকের জন্য পাকিস্তান সফর করেছেন মার্কিন তদন্ত সংস্থা সিআইএ প্রধান উইলিয়া জে বার্নস।

পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া ও ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) প্রধান ফয়েজ হামিদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। 

বৃহস্পতিবার পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইংয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। খবর ডনের। 

পাকিস্তান সেনাবাহিনী জানায়, দ্বিপক্ষীয় স্বার্থ, আঞ্চলিক নিরাপত্তা ও আফগানিস্তানে চলমান পরিস্থিতি নিয়ে কথা বলেছেন সিআইএ প্রধান।

বৃহস্পতিবারের এ বৈঠকে পাকিস্তান সিআইএ প্রধানকে জানিয়েছে, আফগান জনগণের স্থিতিশীল ও সমৃদ্ধ ভবিষ্যতের জন্য এই অঞ্চলে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সহযোগিতায় পাকিস্তান অঙ্গীকারবদ্ধ।

বিবৃতিতে আরও বলা হয়েছে, সিআইএ প্রধান আফগানিস্তান ইস্যুতে পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেছেন।

এর আগে দিল্লিতে সিআইএ প্রধান অত্যন্ত গোপনে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন।

মঙ্গলবার যখন সরকার ঘোষণা করেছে তালেবান। তার কয়েক ঘণ্টার মধ্যেই দিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন তিনি। 

 

উপরে