ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট নিউমোনিয়ায় আক্রান্ত

ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট ডেভিড সাসোলি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন। তবে ডেভিড সাসোলির করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে, তার মুখপাত্রের বরাত দিয়ে আনাদোলু এজেন্সি জানিয়েছে এ তথ্য।
সোমবার এক বিবৃতিতে জানানো হয়, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ডেভিড সাসোলি বেশ কয়েকদিন ধরে হাসপাতালে। গত ১৪ সেপ্টেম্বর সাসোলি জ্বরে আক্রান্ত হলে পরদিন তাকে ফ্রান্সের স্ট্রাসবুর্গের একটি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর টেস্টে তার নিউমোনিয়া ধরা পড়ে। তবে তিনি ভাল আছেন।
শারীরিক অসুস্থতার কারণে তিনি সম্প্রতি ইউরোপীয়ান পার্লামেন্টের সাধারণ অধিবেশনে প্রধানের দায়িত্ব পালন করতে পারেননি, যেখানে উপস্থিত ছিলেন ইউরোপীয় কমিশনের নতুন প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন।
সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক
১২ মে, ২০১৯
১৫ মে, ২০১৯
১৬ মে, ২০১৯