প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২১ ২২:৫৮

কমলা হ্যারিসকে অভিনব উপহার দিলেন মোদি

অনলাইন ডেস্ক
কমলা হ্যারিসকে অভিনব উপহার দিলেন মোদি

যুক্তরাষ্ট্র সফরে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সফরে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে সাক্ষাৎ করেছেন মোদি। এ সময় তিনি কমলা হ্যারিসের হাতে তুলে দেন এক অভিনব উপহার।

শুক্রবার ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিসকে দুটি উপহার দিয়েছেন মোদি। তার মধ্যে একটি হলো কমলার দাদা পিভি গোপালনের একটি নথি। ওই নথিকে একটু সুদৃশ্য কাঠের ফ্রেমে বাঁধিয়ে  উপহার দেন মোদি। পিভি গোপালন ভারতের একজন সরকারি কর্মকর্তা ছিলেন। চাকরির প্রয়োজনে ভারতের বিভিন্ন অঞ্চলে ঘুরেছেন তিনি। 

ওই নথি ছাড়াও কমলাকে উজ্জ্বল রঙের মীনা করা দাবার ছক উপহার দিয়েছেন মোদি। ভারতের কাশীতে তৈরি ওই  দাবার ছকের বিশেষত্ব হলো এর প্রতিটি ঘুঁটিই বিশেষ ভাবে তৈরি। 

এছাড়া, যুক্তরাষ্ট্র সফরের প্রথমদিনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ও জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগার সঙ্গে সাক্ষাৎ করেছেন মোদি।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনকে একটি সোনালি ও গোলাপি রঙের মীনা করা জাহাজের ক্ষুদে সংস্করণ উপহার দিয়েছেন মোদি।

অন্যদিকে,  জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগার সঙ্গে সাক্ষাতের সময় তাকে  চন্দনকাঠ দিয়ে তৈরি বুদ্ধমূর্তি উপহার দিয়েছে মোদি। 

যুক্তরাষ্ট্র, ভারত, অস্ট্রেলিয়া ও জাপানের সংগঠন কোয়াডের সম্মেলনে অংশ নিতে দুই বছরের মধ্যে প্রথমবার মার্কিন সফরে গিয়েছেন মোদি। কোয়াড শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে যুক্তরাষ্ট্র-ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার নিয়েও মোদি বৈঠক করবেন বলে জানা গেছে।

 

উপরে