আইনজীবী সেজে আদালতে ঢোকে দুই গ্যাংস্টার

আইনজীবী সেজে দিল্লির আদালতে প্রবেশ করে বিরোধীপক্ষের গ্যাংস্টারকে গুলি করে হত্যা করলো সন্ত্রাসীরা। এ সময় পুলিশের গুলিতে হামলাকারী সন্ত্রাসীরাও নিহত হয়। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দিল্লির একটি আদালতের এজলাসে এ ঘটনা ঘটে।
জানা গেছে, দিল্লির রোহিণী আদালতে হাজির করা হয়েছিল কুখ্যাত গ্যাংস্টার জিতেন্দ্র ওরফে গোগীকে। তাকে টার্গেট করে আগে থেকেই সেখানে ছদ্মবেশে আইনজীবীর পোশাক পরে ওঁৎ পেতে ছিল বিরোধীপক্ষের দুই সন্ত্রাসী।
গোগীকে নিয়ে পুলিশ যখন আদালত চত্বরে ঢোকে, তখনই তার ওপর হামলা চালায় ওই দুই সন্ত্রাসী। এলোপাতাড়ি গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় গোগীর।
রোহিণীর ডেপুটি পুলিশ কমিশনার প্রণব তয়াল বলেছেন, আইনজীবীর পোশাক পরে সন্ত্রাসীরা আদালতের মধ্যেই গোগীর ওপর গুলি চালায়। তার পর পুলিশও পাল্টা গুলি চালিয়েছে।
সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক
১২ মে, ২০১৯
১৫ মে, ২০১৯
১৬ মে, ২০১৯