ইরানের ভিসা পেতে আফগানদের চরম ভোগান্তি

১৫ আগস্ট কাবুলের নিয়ন্ত্রণ চলে যায় তালেবানের হাতে। এর পর থেকে কাবুলে বিশ্বের বিভিন্ন দেশ তাদের দূতাবাস বন্ধ করে দেয়। মাত্র তিন দিন হলো ইরানের দূতাবাস আফগানদের কনস্যুলার সেবা দেওয়া শুরু করেছে। এর মধ্যে ইরানের ভিসাপ্রত্যাশী আফগানরা তীব্র ভোগান্তিতে পড়েছেন বলে জানা গেছে।
আফগানিস্তানের গণমাধ্যম টোলো নিউজ এ তথ্য জানায়।
খবরে বলা হয়, কাবুলে ইরানের দূতাবাসের সামনে ভিসাপ্রত্যাশীদের ভিড় দেখা গেছে। তারা ভিসা দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতার অভাবের কথা জানিয়েছেন।
তাদের অভিযোগ, ভিসা দেওয়ার প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া অত্যন্ত ধীর। তা ছাড়া দূতাবাসের কাছে কিছু লোকজন দুই হাজার মার্কিন ডলারের বিনিময়ে ভিসা সেবা দেওয়ার কথা বলছেন।
সাবেক সরকারের পতনের পর আফগানিস্তানে ভিসাসংক্রান্ত সেবা স্থগিত করে ইরান। তিন দিন আগে ইরানের দূতাবাস পুনরায় কনস্যুলার সেবা দেওয়া শুরু করে।
ভিসাপ্রত্যাশীরা ইরানের দূতাবাসের কর্মীদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ এনেছেন।
কাপিসা প্রদেশের বাসিন্দা লোকমান হাশিমি বলেন, দুদিন হয়ে গেল আমি এখানে এসেছি। এখানে প্রচুর ভিড়।
হেরাত প্রদেশের বাসিন্দা মুহাম্মদ জান বলেন, আমি ভিসার জন্য যাবতীয় কাগজপত্র জমা দিয়েছি। যদি আজ ভিসা না পাই তবে আমার ২০ হাজার আফগানি ক্ষতি হবে।
অধিকাংশ ভিসাপ্রত্যাশী বাণিজ্য, ট্রানজিট এবং শিক্ষাসংশ্লিষ্ট ভিসার জন্য আবেদন করছেন।
পর্যটনবিষয়ক একটি সংস্থার প্রধান আহমদ সিয়ার রাহিমি বলেন, ইরানের দূতাবাস বর্তমানে তিন ধরনের ভিসা দিচ্ছে। বাণিজ্যের জন্য ভিসা, এর খরচ প্রায় ৪৫ হাজার আফগানি। ট্রানজিট ভিসার খরচ ২৯০ আফগানি এবং অন্যান্য ভিসার খরচ ৩৫ থেকে ৪০ হাজার আফগানির মধ্যে।
ভিসা প্রক্রিয়া নিয়ে ইরানের কাবুল দূতাবাসের কর্মকর্তাদের কোনো বক্তব্য নিতে পারেনি টোলো নিউজ।
পর্যটনসংক্রান্ত সংস্থাগুলোর তথ্যমতে, ইরান দূতাবাস প্রতিদিন ১০০ থেকে ২০০ জনকে ভিসা দিচ্ছে।