প্রকাশিত : ১ অক্টোবর, ২০২১ ১৫:৫৮

২০২০ সালে আত্মহত্যা করেছেন রেকর্ডসংখ্যক মার্কিন সেনা

অনলাইন ডেস্ক
২০২০ সালে আত্মহত্যা করেছেন রেকর্ডসংখ্যক মার্কিন সেনা

যুক্তরাষ্ট্রের সেনাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে ১৫ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে পেন্টাগন।

বৃহস্পতিবার পেন্টাগনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। খবর আনাদোলুর।

মার্কিন গণমাধ্যম ইউএসএ টুডে প্রতিরক্ষা বিভাগের সূত্রের বরাতে জানায়, ২০২০ সালে ৫৮০ জন মার্কিন সেনা আত্মহত্যা করেছেন। অপরদিকে ২০১৯ সালে আত্মহত্যা করা মার্কিন সেনার সংখ্যা ৫০৪।

আত্মহত্যাসংক্রান্ত ২০২০ সালের বার্ষিক প্রতিবেদনে বলা হয়, এর মধ্যে ৩৮৪ জন ছিলেন কর্মরত অবস্থায়, ৭৭ জন অতিরিক্ত বাহিনীর এবং বাকি ১১৯ জন জাতীয় সুরক্ষা বাহিনীর সেনা।

মার্কিন গণমাধ্যম জানায়, আত্মহত্যা করা অধিকাংশ সেনা ছিলেন তরুণ ও পুরুষ।

এর আগে ২০১৮ সালে ৫৪৩ মার্কিন সেনা আত্মহত্যা করেছিলেন।

ইউএসএ টুডে জানায়, আলাসকায় সেনাদের মধ্যে আত্মহত্যার প্রবণতারোধে সেনাবাহিনী ২০০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি খরচ করেছে।

প্রতিরক্ষা বিভাগের আত্মহত্যা প্রতিরোধ অফিসের পরিচালক ডা. কারিন অরভিস বলেন, আত্মহত্যা যুক্তরাষ্ট্রে ও সেনাবাহিনীর মধ্যে গুরুতর জনস্বাস্থ্য সমস্যা।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এই তথ্যকে ‘উদ্বেগজনক’ বলে অভিহিত করেছেন।

 

উপরে