প্রকাশিত : ৪ অক্টোবর, ২০২১ ১৮:১৬

৮৫ বছর বয়সি ফিলিস্তিনি নারীর অনন্য অর্জন

অনলাইন ডেস্ক
৮৫ বছর বয়সি ফিলিস্তিনি নারীর অনন্য অর্জন

ফিলিস্তিনি নারী জিহাদ মোহাম্মদ আবদাল্লাহ বাট্টুর বয়স ৮৫। ফিলিস্তিনের আল মুজাইদিলের এ বাসিন্দা ইসলামিক স্টাডিজ বিষয়ে কাফর বারার একটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।
লন্ডনভিত্তিক গণমাধ্যম মিডলইস্ট আই এ তথ্য জানায়।

টুইটারে গাউন পরা আবদাল্লাহ বাট্টুর একটি ছবি প্রকাশ পাওয়ার পর সবাই তার দৃঢ় মনোবলের প্রশংসা করছেন।

১৯৪৮ সালে নাকাবার ঘটনার সময় বাট্টু পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। এর পর আর পড়ার টেবিলে বসা হয়নি তার। 

ফের পড়াশোনা শুরু করে দীর্ঘ পরিশ্রমের পর পবিত্র কোরআন হিফজ করেন আবদাল্লাহ বাট্টু। এরপর অর্জন করলেন স্নাতক ডিগ্রি।

এ যাত্রায় আবদাল্লাহ বাট্টু সবসময় তার স্বামী এবং সন্তানদের সমর্থন পেয়েছেন বলেন জানান।

আবদাল্লাহ বাট্টু বলেন, আমার স্বামী কখনও আমাকে বাধা দেননি এবং আমার সন্তানরা সবসময় আমাকে উৎসাহ দিয়ে গেছে।

তিনি আরও বলেন, কেউ প্রশ্ন করলে আমি সবসময় এ উত্তর দিই যে, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত শিখতে হবে।

উপরে