প্রকাশিত : ৫ অক্টোবর, ২০২১ ১৬:০৪

ফ্রান্সে পাদ্রিদের হাতে যৌন নির্যাতনের শিকার ২ লাখের বেশি শিশু

অনলাইন ডেস্ক
ফ্রান্সে পাদ্রিদের হাতে যৌন নির্যাতনের শিকার ২ লাখের বেশি শিশু

১৯৫০ সাল থেকে ফরাসি ক্যাথলিক গির্জায় শিশুদের ওপর যৌন নির্যাতন চলছে। সেই সময় থেকে এ পর্যন্ত আনুমানিক দুই লাখ ১৬ হাজার শিশু পাদ্রিদের হাতে যৌন নির্যাতনের শিকার হয়েছে।

ফ্রান্সের ক্যাথলিক গির্জায় যৌন নির্যাতনের ঘটনা তদন্তকারী কমিশনের প্রধান জেন মার্চ সৌভের বরাত দিয়ে মঙ্গলবার এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স।

খবরে বলা হয়, ফ্রান্সে ক্যাথলিক গির্জায় ১৯৫০ থেকে এ পর্যন্ত আনুমানিক দুই লাখ ১৬ হাজার শিশুকে পাদ্রিরা যৌন নির্যাতন করেছেন।

২০১৮ সালে তদন্ত কমিশনটি গঠন করা হয়েছিল। ওই বছর গির্জায় শিশু নিগৃহের ঘটনা সামনে আসায় হইচই পড়ে যায় ফ্রান্সে। এর পর পোপ ফ্রান্সিস নজিরবিহীন সিদ্ধান্ত নেন। 

কমিশন জানিয়েছে, ২৯০০ থেকে ৩২০০ সন্ন্যাসী বা গির্জার সদস্যকে চিহ্নিত করা হয়েছে, যারা বিভিন্ন সময়ে শিশুদের ওপরে যৌন নির্যাতন চালিয়েছেন।

 

উপরে