প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২১ ১৬:২২

অবশেষে নোবেল বিজয়ী রেসাকে অভিনন্দন জানালেন দুতার্তে

অনলাইন ডেস্ক
অবশেষে নোবেল বিজয়ী রেসাকে অভিনন্দন জানালেন দুতার্তে

অবশেষে নোবেল পুরস্কার বিজয়ী ফিলিপাইনের নারী সাংবাদিক মারিয়া রেসা'কে অভিনন্দন জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। সোমবার (১১ অক্টোবর) প্রেসিডেন্টের অফিস থেকে তাকে অভিনন্দন জানিয়ে বলা হয়েছে, এটি ফিলিপাইনের জন্য একটি বিজয়। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার জিতেছেন ফিলিপাইনের নারী সাংবাদিক মারিয়া রেসা। তার সঙ্গে যৌথভাবে এ পুরস্কার জয় করেছেন রাশিয়ান সাংবাদিক দিমিত্রি মুরাতভ। গত ৮ অক্টোবর বিজয়ী হিসেবে তাদের নাম ঘোষণা করেছে আন্তর্জাতিক নোবেল কমিটি।

রয়টার্স জানিয়েছে, ফিলিপাইনের নিউজ সাইট র‌্যাপলারের প্রতিষ্ঠাতা মারিয়া রেসা দুতার্তে সরকারের মাদকের বিরুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধ, এবং বিরোধীদের টার্গেট করার জন্য সোশ্যাল মিডিয়ার ব্যবহার সম্পর্কিত অনুসন্ধানী একাধিক প্রতিবেদন নিয়ে আদালতে আইনি চ্যালেঞ্জের বিরুদ্ধে লড়াই করছে।

সংবাদ সম্মেলনে ফিলিপাইনের প্রেসিডেন্টের মুখপাত্র হ্যারি রোক বলেন, এটি ফিলিপাইনের জন্য একটি বিজয় এবং আমরা এর জন্য খুশি।

 

উপরে