স্ত্রীকে সাপের কামড় খাইয়ে হত্যা, স্বামীর জোড়া যাবজ্জীবন

দক্ষিণ ভারতের কেরালা রাজ্যের একটি আদালত কেউটে সাপ দিয়ে স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। আদালত তাকে বিরল জোড়া যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। খবর প্রকাশ করেছে বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, বিচারক মন্তব্য করেছেন, এ ধরনের মামলা খুবই বিরল। সরকারি আইনজীবীরা জানিয়েছেন, দণ্ডপ্রাপ্ত সুরাজ কুমার সাপুড়েদের কাছ থেকে একটি সাপ কিনে সেটি ঘুমন্ত স্ত্রীর ওপর লেলিয়ে দেন। ঘটনাটি ঘটে কেরালার কোল্লাম জেলায়।
সুরাজ কুমারের স্ত্রী উথরা সাপের কামড়ে মারা যাবার পর গত বছর পুলিশ তাকে গ্রেফতার করে। উথরার পরিবার তার মৃত্যু নিয়ে সন্দেহ পোষণ করে এজন্য যে, তার কয়েক মাস আগে আরও একবার সাপের কামড় খেয়েছিলেন উথরা। তদন্তকারীরা বলছেন, সেবারও সুরাজ কুমারই সেই ষড়যন্ত্রের পেছনে ছিলেন।
সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক
১২ মে, ২০১৯
১৫ মে, ২০১৯
১৬ মে, ২০১৯